বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০১৫

Board of Intermediate & Secondary Education ,Dhaka - Site
News Updates:
এসএসসি পরীক্ষা ২০১৫ ব্যবহারিক নম্বর এন্ট্রি করার জন্য Google Chrome Browser ব্যবহার করতে হবে ## এইচএসসি/ডিআইইবিএস -২০১৫ এর কেন্দ্র ও বিষয়ভিত্তিক অনুঃ/বহিঃ তথ্য পরীক্ষা শেষ হওয়ার পূর্বেই প্রেরণ করার জন্য অনুরোধ করা হল ## ২০১৫ সনে অষ্টম শ্রেনিতে অধ্যয়নরত শিক্ষাথীদের অনলাইনে (eSIF) রেজি-এর কাজ শিঘ্রই শুরু হবে, এ জন্য পিতা-মাতার NID কার্ড এবং পঞ্চম সমাপনি পরীক্ষার Academic Transcript অথবা সনদের কপি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হল || All head of the institutions (Schools & Colleges) are requested to develop their website content(Logo,History,Message,News,Album etc.) immediately otherwise you have to face some unexpected troubles. For any help contact with master trainer. || [ স্কুল টিসি ২০১৫ ] ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির নিয়মিত ছাত্র/ছাত্রীদের বিদ্যালয় পরিবর্তনের অনুমতির জন্য আবেদন বোর্ডে জমা দেয়ার তারিখ ২২ মার্চ, ২০১৫ থেকে ৩০ জুলাই, ২০১৫।
<!--


বুধবার, ৪ মার্চ, ২০১৫

এস, এস, সি পরীক্ষার্থীদের উপলক্ষে একটি কবিতা

                বন্ধু

লেখক-মোঃ সোলাইমান

      (ইংরেজি শিক্ষক )
<কুলকান্দি শামছুন্নাহার উচ্চ বিদ্যালয় >
বন্ধু, তোরা আমরা যেন ছিলাম
এক বাগানের ফুল
চলার পথে খেলার ফাকে
করেছি কত ভুল।
তোদের কথা পড়বে মনে
প্রতি মুহুর্তে
ভুল গুলো তাই ক্ষমা করিস
বিনা শর্তে।
তোরা আমরা যেন ছিলাম
একই মায়ের সন্তান
ধনী-গরীব হলেও মোরা
ছিলনা কোন ব্যবধান।
একই ডালের দুটি পাখি
যেন ছিলাম আমরা
শত দুখের মাঝেও মোরা
করনি মুখ গুমড়া।
ছায়ার মত থাকতাম মোরা
একে অন্যের পাশে
সমস্যা সব দুর করিতাম
সবাই মিলে মিশে।
চন্দ্র-তাঁরার মাঝেও যদি
কেউ খুঁজে হিরা-মানিকের
না পাইলেও কোনো কিছু
পাইবে আমাদের।
আমাদের এই বন্ধুত্বের
ধরেনি কভু ফাটল
মরনের পরেও তাহা
রহিবে অটল। —
<ভিডিও >
কবিতাটি লিখেছেন 
মোঃ সোলাইমান (সহকারী ইংরেজাী শিক্ষক) 
কুলকান্দি শামচ্ছুন্নাহার উচ্চ বিদ্যালয় 
কবিতাটি আবৃত্তি করেছেন 
আবৃত্তি শিল্পী বদরুল আহসান খান 
Kulkandi S.N High School

Promote Your Page Too

Haiul

p