all লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
all লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৪ মার্চ, ২০১৫

এস, এস, সি পরীক্ষার্থীদের উপলক্ষে একটি কবিতা

                বন্ধু

লেখক-মোঃ সোলাইমান

      (ইংরেজি শিক্ষক )
<কুলকান্দি শামছুন্নাহার উচ্চ বিদ্যালয় >
বন্ধু, তোরা আমরা যেন ছিলাম
এক বাগানের ফুল
চলার পথে খেলার ফাকে
করেছি কত ভুল।
তোদের কথা পড়বে মনে
প্রতি মুহুর্তে
ভুল গুলো তাই ক্ষমা করিস
বিনা শর্তে।
তোরা আমরা যেন ছিলাম
একই মায়ের সন্তান
ধনী-গরীব হলেও মোরা
ছিলনা কোন ব্যবধান।
একই ডালের দুটি পাখি
যেন ছিলাম আমরা
শত দুখের মাঝেও মোরা
করনি মুখ গুমড়া।
ছায়ার মত থাকতাম মোরা
একে অন্যের পাশে
সমস্যা সব দুর করিতাম
সবাই মিলে মিশে।
চন্দ্র-তাঁরার মাঝেও যদি
কেউ খুঁজে হিরা-মানিকের
না পাইলেও কোনো কিছু
পাইবে আমাদের।
আমাদের এই বন্ধুত্বের
ধরেনি কভু ফাটল
মরনের পরেও তাহা
রহিবে অটল। —
<ভিডিও >
কবিতাটি লিখেছেন 
মোঃ সোলাইমান (সহকারী ইংরেজাী শিক্ষক) 
কুলকান্দি শামচ্ছুন্নাহার উচ্চ বিদ্যালয় 
কবিতাটি আবৃত্তি করেছেন 
আবৃত্তি শিল্পী বদরুল আহসান খান 
Kulkandi S.N High School

Promote Your Page Too

D

FEB